শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০

কচুয়ায় ছাত্রলীগ নেতার অকাল মৃত্যু
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজিব পাটোয়ারী (২৬) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না---রাজিউন)। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গতকাল রোববার বাদ জোহর মাঝিগাছা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাকে তার নিজ গ্রাম মাঝিগাছার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মাঝিগাছা গ্রামের রুহুল আমিন পাটোয়ারীর কনিষ্ঠ পুত্র। সজিব সম্প্রতি ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে সজিব বিতারা ইউনিয়ন করোনার টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দিন ও শুভজিৎ দাস। সজিব পাটোয়ারীর অকাল মৃত্যুতে ছাত্রলীগ নেতা-কর্মীসহ এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়