শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে যুবকের গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জে আবারো অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনা ঘটলো। গতকাল ৮ আগস্ট রোববার বিকেলে উপজেলার ১১নং চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের গুপ্তের বিল থেকে হাবিব মৃধা (২৭) নামে এক যুবকের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব হর্ণিদুর্গাপুরের মৃত মনির মৃধার ছেলে হাবিব মৃধা। মৃতের বাড়ি ঘটনাস্থল থেকে এক/দেড় কিলোমিটার দূরে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে গুপ্তের বিলে স্থানীয় দুটি শিশু কচুর লতা খুঁজতে গিয়ে লাশ দেখতে পায়। পরে আশপাশের লোকজন লাশ দেখে এবং স্থানীয় চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান আহমেদ সুমন লাশের বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে সংবাদ দেন।

নিহত হাবিরের বড় বোন রোকেয়া বেগম, ভাই বাবুল, ভাগ্নি আরিফা বেগম তন্নি, ভাতিজা রাকিব মৃধা লাশটি শনাক্ত করেছেন। হাবিব মৃধা হর্ণিদুর্গাপুর গ্রামের মৃত মনির মৃধার ২ ছেলে ও ৩ মেয়ের মধ্যে সকলের ছোট। সে অবিবাহিত।

নিহত হাবিরের বড় বোন রোকেয়া বেগম জানান, চাঁদপুরে বোনের বাসা থেকে গত বুধবার (৪ আগস্ট) দুপুরে তার বন্ধু মদিনা বাজার এলাকার আঃ রহিমের কল পেয়ে হাবিব বের হয়ে আর বাসায় ফিরেনি। পরে আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। অবশেষে গুপ্তের বিলে লাশের কথা শুনে ছুটে এসে দেখি আমার ভাইয়ের লাশ। তিনি জানান, খুনিরা আমার ভাইকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বিল্লাল বরকন্দাজদের সাথে। এ নিয়ে এক ডজনের ওপর মামলা রয়েছে।

১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য হাসান আহমেদ সুমন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন টিপু জানান, বিল্লালদের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১০/১২টি মামলা রয়েছে। এছাড়া নিহত যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করতে গেলেও ঘটনাস্থলেই লাশটির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম হাবিব মৃধা। লাশটি উদ্ধারের পর পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।

গুপ্তের বিলটি ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রাম, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের একলাশপুর গ্রাম এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নিদুর্গাপুর গ্রামের মাঝখানে অবস্থিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়