শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০

মতলব উত্তরের বিতর্কিত সেই প্রাণিসম্পদ কর্মকর্তার রাঙ্গামাটি বদলি
মতলব উত্তর ব্যুরো ॥

নানা সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক হোসেনকে বদলি করা হয়েছে। ৪ আগস্ট উপ-সচিব শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বদলির আদেশ দেয়া হয়।

গত বছরের ৭ জুলাই নারী সংক্রান্ত অপ্রীতিকর ঘটনায় স্থানীয়দের চোখে হাতেনাতে ধরা পড়ার পর তার বিরুদ্ধে জেলা প্রাণিসম্পদ দপ্তর, বিভাগীয় কার্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ জমা দেন তার অফিসের বেশ ক’জন কর্মকর্তা-কর্মচারী। এরপর চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বখতিয়ার উদ্দিন ঘটনার তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রকাশ করে তাকে বদলির সুপারিশ করেন।

ধাপে ধাপে নানা তদন্তের পরেও কৌশলে বদলি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখেন ডাঃ ফারুক। সর্বশেষ করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার টাকা আত্মসাতের ঘটনা আবারো গণমাধ্যমে প্রকাশিত হলে ফের বিতর্কিত হন তিনি। এরপর গত ৪ আগস্ট তাকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বদলির আদেশ করা হয় প্রজ্ঞাপনে। আগামী ১৮ আগস্ট ২০২১ তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করার নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় একইদিন বিকেল থেকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হওয়ার কথা উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়