শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০

ডাঃ জেআর ওয়াদুদ টিপুর তত্ত্বাবধানে

চাঁদপুরে প্রস্তুত হচ্ছে দেশের সেরা অত্যাধুনিক হেলথ ক্লাব

চাঁদপুরে প্রস্তুত হচ্ছে দেশের সেরা অত্যাধুনিক হেলথ ক্লাব
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর এমএ ওয়াদুদের জ্যেষ্ঠ সন্তান বিশিষ্ট চিকিৎসক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুর পরিকল্পনা ও তত্ত্বাবধানে চাঁদপুর শহরে হতে যাচ্ছে বাংলাদেশের সেরা হেলথ ক্লাব। শহরের কদমতলা এলাকাস্থ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় এই হেলথ ক্লাবটি হচ্ছে। যুব সমাজকে মাদক এবং বিপথগামিতা থেকে বাঁচাতে ডাঃ টিপুর এই উদ্যোগ। বিশাল পরিসরে এই জিম সেন্টার তথা হেলথ ক্লাবটি হতে যাচ্ছে। এটির কাজ প্রায় নব্বই ভাগ শেষ।

গত বুধবার সরজমিনে সেখানে গিয়ে দেখা যায়, ব্যায়ামের প্রচুর সরঞ্জাম আনা হয়েছে। সেগুলো নির্দিষ্ট স্থানে বসানোর কাজ চলছে। এই হেলথ ক্লাবে নারী-পুরুষ উভয়ের জন্য ব্যায়ামের ব্যবস্থা থাকবে। আর এটি থাকবে অবশ্যই আলাদা ব্যবস্থা। জিম বা ব্যায়ামের এমন কোনো আইটেম নাই যা এখানে থাকবে না। এটি বাংলাদেশের মধ্যে সেরা হেলথ ক্লাব হবে বলে এর স্বত্বাধিকারী ডাঃ জেআর ওয়াদুদ টিপু দাবি করেন। একই দাবি করেন এই ক্লাবে ব্যায়ামের সরঞ্জামাদি সাপ্লাই দিয়েছে যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের মালিক এবং এটি প্রস্তুত করতে যারা কাজ করছেন তারা। শীঘ্রই এটি উদ্বোধনের মাধ্যমে চালু হবে বলে জানান ডাঃ টিপু।

এ বিষয়ে কথা হলে ডাঃ জেআর ওয়াদুদ টিপু বলেন, যুব সমাজ মাদকসহ বাজে আড্ডার মাধ্যমে বিপথগামীতার দিকে যাচ্ছে। এটা সারা বাংলাদেশেরই চিত্র। চাঁদপুরও এর বাইরে নয়। তাই আমার মাথায় চিন্তা আসলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কীভাবে মাদক, বাজে আড্ডাসহ বিপথে যাওয়া থেকে দূরে রাখা যায়। সে চিন্তা থেকেই আমি চাঁদপুর শহরে একটি অত্যাধুনিক হেলথ ক্লাব করার পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেই। আশা করি এটি দেশের সেরা হেলথ ক্লাব হবে। কারণ, বাংলাদেশে এ ক্লাস যে চারটি হেলথ ক্লাব রয়েছে, সবগুলোতেই আমার যাওয়া আছে। সে জন্যই বলছি, চাঁদপুরেরটা হবে দেশের সেরা। এর জন্যে তিনি চাঁদপুরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদী যে, যে যুবক একবার এই ক্লাবের সদস্য হয়ে এখানে নিয়মিত ব্যায়াম করবে, সে ছেলে আর বাজে আড্ডার দিকে ঝুঁকবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়