শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, জিএস ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, অধ্যক্ষ অসিত বরণ দাস সরকারি কর্মকর্তা হয়ে সমস্ত বিধি-বিধান ভঙ্গ করে একটি সংগঠনের পক্ষ নিয়ে নির্লজ্জ দলবাজি করে চলছেন। ১৯৯০ সনে স্বৈরাচারী এরশাদ সরকারে বিরুদ্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বে বিএনপি দেশব্যাপী কঠিন আন্দোলন সংগঠিত করে এরশাদের পতন ঘটান। কিন্তু দীর্ঘ নয় বছরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বারবার ভেলকিবাজি করে জাতির সাথে বেঈমানি করে অবৈধ এরশাদের সাথে নির্লজ্জভাবে আঁতাত করে এরশাদকে বৈধতা দেয়ায় চেষ্টা করে। দীর্ঘ তীব্র আন্দোলনের শেষ মুহূর্তে গত ৩ ডিসেম্বর ৯০-এর চাঁদপুর ছাত্র সমাজের চূড়ান্ত আন্দোলনের একটি বিশাল মিছিলে এরশাদ সরকারের পুলিশ অতর্কিত গুলি করে তৎকালীন ছাত্রনেতা জিয়াউর রহমান রাজুকে নির্মমভাবে হত্যা করে এবং অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। আমরা শহীদ রাজুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। সেই শহীদ জিয়াউর রহমান রাজুর আত্মত্যাগকে পুঁজি করে তার শাহাদাত দিবসে গত ৩ ডিসেম্বর চাঁদপুরে একটি সংগঠন কর্মসূচি পালনকালে রাজুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি শেষে কলেজের অধ্যক্ষ উপস্থিত লোকজনের সামনে একটি শপথ বাক্য পাঠ করাতে গিয়ে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে প্রতিহত করার ঔদ্ধত্যপূর্ণ ঘোষণা দিয়ে নির্লজ্জ দলীয় কর্মী হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। যা আবার বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। আমরা চাঁদপুর কলেজের সাবেক ভিপি, জিএস ও সকল ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও চরম ঘৃণা প্রকাশ করছি, অবিলম্বে সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ দাবি করছি এবং শিক্ষা মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের আহ্বান জানাচ্ছি। নতুবা চাঁদপুরের ছাত্র-জনতা কঠিন আন্দোলনের মাধমে তাকে পদত্যাগে বাধ্য করবে।

চাঁসক অধ্যক্ষের বক্তব্য

‘অধ্যক্ষ চাঁদপুর সরকারি কলেজ’ নামক ফেসবুক আইডিতে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ লিখেছেন, ৯০-এর গণ-অভ্যুত্থানের বীর শহীদ জিয়াউর রহমান পাটোয়ারী রাজু’র ৩২তম শাহাদাতবার্ষিকী স্মরণে ৩ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ শনিবার বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজে শহীদ রাজুর সমাধিস্থলে আমি অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজর শপথ বাক্য পাঠ নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয়েছে। ‘রাজু স্মৃতি সংসদ’ নামের সংগঠন ‘শহীদ রাজু’ দিবসে সবসময় একটি শপথ বাক্য পাঠ করে থাকে। এবার আমি সেখানে উপস্থিত থাকায় সবাই আমাকে তাদের লিখিত শপথ বাক্যটি পাঠ করানোর অনুরোধ করে। এ পরিস্থিতিতে শপথ বাক্যের সববাক্য সাথে সাথে আমার পক্ষে পড়ে নেয়ার সুযোগ ছিলো না। ফলে এই অসত্য বাক্যটি আমার কথায় উপস্থাপিত হয়েছে, যা সত্যিই দুঃখজনক। আমি এজন্যে দুঃখ ও বিএনপি, সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটির ভুল স্বীকার করছি। আমি মনে করি, স্বৈরাচারবিরোধী সকল আন্দোলনে বিএনপি ও ছাত্রদলের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। তাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রাজুর আত্মত্যাগের লক্ষ্য এবং বিএনপি ও ছাত্রদলের লক্ষ্যের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে বলে আমি চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ মনে করি না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়