শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ০০:০০

সৌদি আরব যাওয়া হলো না শাহরাস্তির ওমর ফারুকের
মোঃ আবুল কালাম ॥

সৌদি আরব যাওয়া হলো না শাহরাস্তির ওমর ফারুক (২৫)-এর। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার ধানমণ্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টায় তার মৃত্যু হয়। সোমবার রাত ৯টায় সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক নূরানী মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

জানা যায়, সৌদি প্রবাসী সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক উত্তরপাড়া ছায়েদ আলী বেপারী বাড়ির মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ ওমর ফারুক। দুর্ঘটনার ১৯ দিন পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর ফারুক। গত ৯ নভেম্বর বুধবার সকালে শাহরাস্তি গেইট-কালীবাড়ি-পানিওয়ালা সড়কের শোরসাক এলাকায় ফায়েজ আলী বেপারী বাড়ির সম্মুখে মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়ে ওমর ফারুক গুরুতর আহত হন। অবস্থার অবনতি ঘটলে পরিবারের লোকজন তাকে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করে। সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টায় ওমর ফারুক ইন্তেকাল করেন। মৃত্যুকালে ওমর ফারুক নববিবাহিত স্ত্রী, বাবা, মা, ৪ বোন, ১ ভাই আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়