প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ০০:০০
আগামীকাল বুধবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হবে।
চাঁদপুর জেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ফাইনালে লড়বে থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুর ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমী। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার চাঁদপুর কণ্ঠ ও ফোকাস মোহনাসহ অন্যান্য প্রতিষ্ঠান।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিসিবির পরিচালক অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
টুর্নামেন্টের সমন্বয়কারী ও ক্রিকেটার রাফসান জানি এবং সাদ্দাম হোসেনের সাথে আলাপকালে তারা এ প্রতিবেদককে জানান, টুর্নামেন্টটি গত ২ সেপ্টেম্বর শুরু হয়। চাঁদপুরে এই প্রথম জেলা ও জেলার বাইরের ২৪টি দল নিয়ে এ টুর্নামেন্টের খেলাগুলো হয়। আশা করি সকলের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে টুর্নামেন্টটি শেষ করতে পারবো। টুর্নামেন্টটি পরিচালনার ক্ষেত্রে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন।