শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০০:০০

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই : -----মোঃ জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার ॥

‘আমরা পর নই’ এ শ্লোগান নিয়ে পথচলা চাঁদপুরের সামাজিক সংগঠন ‘আপন’-এর আয়োজনে এবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। ১৩ নভেম্বর রোববার দিনব্যাপী চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধমূলক প্রচারণা চালানো হয়। এদিন সকাল ৯টায় চাঁদপুর শহরের শপথ চত্বরে সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন করেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান।

এরপর সকাল ১০ টায় ড্যাফোডিল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিলুর রহমান জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ নুর খান ও সংগঠনের উপদেষ্টা রোটাঃ মাসুদ হাসান।

আপনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটাঃ ডাঃ রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশিক বিন রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ শাহনাজ মুক্তা, অন্যান্য শিক্ষক এবং ড্যাফোডিল স্কুলের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিলুর রহমান জুয়েল বলেন, নিজে পরিষ্কার থাকার পাশাপাশি আমাদের বাসা-বাড়ি এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মানুষের অসচেতনতা এবং অসাবধানতার কারণেই ডেঙ্গু প্রকট আকার ধারণ করে। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, চাঁদপুর পৌরসভার নিজস্ব পরিচ্ছন্নকর্মীরা শহর পরিষ্কার পরিচ্ছন্নে কাজ করছে। মশা নিধনে স্প্রে করা হচ্ছে। এরপরেও সচেতন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা যেন আমাদের চারপাশ পরিষ্কার রাখি, ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি। ‘আপন’ সংগঠনটি সবমসময় সামাজিক কাজ করে থাকে। চাঁদপুরে তারাই সর্বপ্রথম ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় এগিয়ে আসছে। এজন্যে আমরা সংগঠনটির সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ.কে.এম. মাহাবুবুর রহমান বলেন, নিকট অতীতেও করোনা মহামারিতে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছিলো। অদৃশ্য সে মহামারিতে আমাদের দেশেও অনেক মানুষ মারা গেছেন। সরকারের নানা উদ্যোগ এবং জনগণের সম্মিলিত সচেতনতায় আমরা করোনা মহামারিকে অনেকটাই নিয়ন্ত্রণ করেছি। তেমনিভাবে সবাই সচেতন হলে ডেঙ্গু মহামারিও প্রতিরোধ করা সম্ভব।

সবশেষে চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে দিকনির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি শহরের জনগুরুত্বপূর্ণ এলাকা এবং পাড়া-মহল্লায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আপনের সদস্য মোঃ আল আমিন মুন্সী, সাংবাদিক সুজন আহমেদ, এএম সাদ্দাম হোসেন, মেহেদী হাসান নবীন, আহসান আরিফ ইসলাম নিলয়, মোঃ আল-আমিন, তানভীর, সিমরান, তানভীর হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়