প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০০:০০
ফাযিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২০-এর ফলাফলে সারাদেশে সাধারণ বৃত্তিতে ১৩তম স্থান অধিকার করেছেন ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ ঘনিয়া ছাঈদিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ শামসুল হক। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি। এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে হাফেজ শামসুল হক মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। দ্বীনি ইল্ম অর্জনে ভবিষ্যতে তিনি যেনো আরো সাফল্য লাভ করতে পারেন সে দোয়া কামনা করেছেন।
ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানটি ঘনিয়া ছাঈদিয়া দরবার শরীফের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর সাহেব আল্লামা হাফেজ জুনায়েদ হক নকশবন্দী মোজাদ্দেদী হাফেজ মোঃ শামছুল হকের এই কৃতিত্বপূর্ণ ফলাফল তাকে অভিনন্দন জানিয়েছেন। এই মাদ্রাসা থেকে ফাযিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২০-এ ২০ জন অংশ নিয়ে সকলেই উত্তীর্ণ হয়েছে বলে মাদ্রাসার অধ্যক্ষ জানিয়েছেন।