শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০০:০০

দেড় যুগ পর চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের সম্মেলন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আগামী ৬ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন। ১৮ বছর পর চাঁদপুর সদর আর ১৬ বছর পর চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। অথচ তিন বছর পর সম্মেলন হওয়ার কথা। তারপরও প্রায় দেড় যুগ পর সম্মেলন হচ্ছে তাতেই নেতা-কর্মীরা বেশ উৎফুল্ল ও উজ্জীবিত। ওয়ান ইলেভেনসহ নানা প্রতিবন্ধকতার কারণে সময়মতো সম্মেলন করা সম্ভব হয় নি বলে সংশ্লিষ্ট কমিটির নেতাদের দাবি। তবে তাঁরা সম্মেলন করার জন্য অনেক আগ থেকেই প্রস্তুত বলে জানান সংশ্লিষ্ট নেতারা।

এদিকে সম্মেলনকে সামনে রেখে একইদিন সদর ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভার দিন তারিখ ঠিক করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর হবে এ বর্ধিত সভা। এদিন সকালে হবে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আর বিকেল ৩টায় হবে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হবে এই সভা। বর্ধিত সভার এই তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আর্শ্বাদ মিয়াজি এবং চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ।

আগামী ৬ ডিসেম্বর চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ হয় বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সভায়। এই সম্মেলনকে সামনে রেখেই বর্ধিত সভাসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রম এখন খুব তোড়জোড়ভাবে চলছে। সম্মেলনে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতারা তাদের নেতা তথা সদর ও পৌর নেতৃত্ব নির্ধারণ করবেন। তাই তৃণমূলে এখন বেশ উৎসাহ ও উদ্দীপনা।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীলদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় দেড় যুগ পর হচ্ছে তাদের ইউনিটের সম্মেলন। সদর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ২০০৩ সালে। সে সম্মেলনে নূরুল ইসলাম নাজিম দেওয়ান সভাপতি এবং অ্যাডঃ জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পরের বছর অর্থাৎ ২০০৪ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে অ্যাডঃ জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক প্রার্থী হলে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। তখন নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন আলী আর্শ্বাদ মিয়াজি। এই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিয়েই এক যুগেরও উপরে চলছে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি। এখন সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে এটাই প্রত্যাশা করছেন নেতা-কর্মীরা। আর সভাপতি-সাধারণ সম্পাদক পদে কারা আসছেন তা নিয়েও তৃণমূলে চলছে ব্যাপক আলোচনা। পুরানোরাই কি থেকে যাবেন না কি পরিবর্তন হবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সাথে কথা হলে তিনি জানান, সর্বশেষ ২০০৫ সালে পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। সে সম্মেলনে নাছির উদ্দিন আহমেদ সভাপতি এবং লুৎফর রহমান পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালের অক্টোবরে লুৎফর রহমান পাটওয়ারী ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুজনিত কারণে সাধারণ সম্পাদক পদটি শূন্য হলে নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন আমিনুর রহমান বাবুল। এরপর ২০১৬ সালের ২৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে নাছির উদ্দিন আহমেদ সভাপতি নির্বাচিত হন। তিনি জেলা সভাপতি হওয়ার পর পৌর আওয়ামী লীগের সভাপতি পদ ছেড়ে দেন। এরপর ভারপ্রাপ্ত সভাপতি হন রাধা গোবিন্দ গোপ। সে থেকে টানা ছয় বছর যাবত ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলছে পৌর আওয়ামী লীগ। এখন সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ায় পৌর আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসবে এমনটাই আশা করছেন নেতা-কর্মীরা। নেতৃত্বে কারা আসতে পারেন তা নিয়ে তৃণমূলে চলছে নানা জল্পনা কল্পনা। বর্তমান ভারপ্রাপ্তরাই কি পূর্ণ দায়িত্ব পাবেন নাকি পরিবর্তন হবে তা নিয়ে চলছে আলোচনার ঝড়। দেখার অপেক্ষা ৬ ডিসেম্বর কী হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়