শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২, ০০:০০

হাজতীদের জন্য বই পড়ার ব্যবস্থা
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদ হাজতীদের বইপড়ার উদ্যোগ নিয়েছেন। মডেল থানার হাজতখানায় এই বই পড়ার ব্যবস্থা করা হয়। সদর মডেল থানা পুলিশসহ ডিবি, নৌ পুলিশসহ বিভিন্ন সংস্থার অভিযানে ও বিভিন্ন অপরাধে যত আসামী আটক করা হয় সকলকে প্রথমে থানা পুলিশের হাজতখানায় রাখা হয়।

এই হাজতখানায় আটককৃতদের দীর্ঘ সময় থাকতে হয়। এ সময় তারা সেখানে অবসর বসে থাকে, কেউবা ঘুমিয়ে থাকে। এক কথায় অলস সময় পার করতে হয়। এই অলস সময়টা তারা যেনো কাজে লাগায় এজন্য মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদ নিজ উদ্যোগে হাজতীদের জন্য বই পড়ার ব্যবস্থা গ্রহণ করেছেন।

গতকাল রাত ৮টায় তিনি তার নিজ উদ্যোগে নিজে উপস্থিত থেকে একটি বই সেলফ স্থাপন করেন এবং বেশ কিছু বই সেলফে রেখে হাজতে থাকা আসামীদের বই পড়ার জন্যে উৎসাহ প্রদান করেন।

বই সেলফে ধর্মীয় বই থেকে শুরু করে সকল ধরনের বই রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, যে বা যারা যখনই কোনো ছোট বড় অপরাধের কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়, এই আটকের পর নির্দিষ্ট একটি সময় হাজতে তাকে থাকতে হয়। এ সময় যারা নতুন তারা অবসর সময়টাতে নানা ধরনের চিন্তা বা টেনশনে উদ্বিগ্ন থাকে। ওই সময় বইগুলো থাকলে সে বিভিন্ন ধরনের বইগুলোর মধ্যে পছন্দসই বই বা ধর্মীয় বই পড়ে সময় কাটালে হয়তো পজিটিভ মনমানসিকতা তৈরি হবে। পরবর্তীতে হয়তো সে আর কোনো অপরাধের সাথে জড়িত হবে না। মূলত এ ধরনের চিন্তা থেকে আমার এই উদ্যোগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়