প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে পানিতে ডুবে নূর মোহাম্মদ ও মোঃ আনিছ হোসেন নামে দুই বছর বয়সের দুই শিশুর মৃত্যু হয়েছে। ১২ নভেম্বর শনিবার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে এই ঘটনা ঘটে। শিশু মোঃ আনিছ হোসেন (২) ওই ইউনিয়নের হোগলী গ্রামের মোঃ ওয়াসিম আকরামের ছেলে। অন্যজন পাশর্^বর্তী খাজুরিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (২)।
জানা যায়, শনিবার (১২ নভেম্বর) সকালে বাড়ির উঠোনে খেলতে খেলতে সকলের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর এক পর্যায়ে পাশের একটি পুকুরের পানিতে তাদের পাওয়া যায়। এ সময় নূর মোহাম্মদ ও মোঃ আনিছকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদ হোসেন। তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।