প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২, ০০:০০
বাংলাদেশ ডাক বিভাগ কম খরচে আধুনিক ও দ্রুত ডাক পরিষেবা দিচ্ছে সারা দেশে। বর্তমান সরকার ডাক বিভাগের আধুনিকায়নে সারাদেশের ৬৪ জেলা শহরে দ্রুত ডাক দ্রব্য পৌঁছে দেবার জন্য রেলের পরিবর্তে আধুনিক কাভার্ড ভ্যান সরবরাহ করেছে। ফলে দ্রুততম সময়ে এক জেলা শহর থেকে অন্য জেলা শহরে ১/২ দিনেই ডাক দ্রব্য পৌঁছে যাচ্ছে প্রাপকের নিকট। বিশেষ করে বেসরকারি কুরিয়ার সার্ভিসের চেয়েও অধিক নিশ্চয়তায় জিইপি পত্র জেলা শহরে এক দিনে, উপজেলা শহরে দুই দিনে এবং প্রত্যন্ত অঞ্চলে তিন দিনে মাত্র ১৫ টাকায়, আর রেজিস্ট্রিকৃত পত্র মাত্র ৮ টাকায় আর ভারী পাশের্র্^ল নামমাত্র ডাক মাশুলে পৌঁছে দিচ্ছে ‘সেবাই আদর্শ’ এই শ্লোগানে।