শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২, ০০:০০

আওয়ামী লীগের শক্তি দলের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতা-কর্মীরা : -মুহম্মদ শফিকুর রহমান এমপি
প্রবীর চক্রবর্তী ॥

গতকাল শনিবার (১২ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের শক্তি দলের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতা-কর্মীরা। তাই তাদের সদস্য নবায়ন ও যারা ইতিপূর্বে সদস্য হননি তাদের নূতন করে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কোনোক্রমেই যাতে বিএনপি-জামায়াত এবং অনুপ্রবেশকারীরা সদস্য না হতে পারে। বিগত নির্বাচনগুলোতে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছেন সেই সকল বিদ্রোহী প্রার্থীও সদস্য হতে পারবেন না। আমাদের মনে রাখতে হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় বসাতে হবে এবং দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। কারণ দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই। তাই আমাদের এক ও ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসবের উদ্বোধক চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের নতুন সদস্য নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ জামায়াত-বিএনিপর এজেন্ডা বাস্তবায়ন করতে এবং সুবিধা আদায় করতে দলের অভ্যন্তরে প্রবেশের সুযোগ তারা নিতে চাইবে। তাই যাকেই আমরা সদস্য করবো অবশ্যই যাচাই-বাছাই করে করবো। একই সাথে আমাদের মনে রাখতে হবে, এই কাজগুলো করতে গিয়ে অবশ্যই যেন নিজেদের ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ অপরের ওপর না বর্তায়। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই জেলার ফরিদগঞ্জ ও মতলব উত্তর ছাড়া অন্য উপজেলার সম্মেলনের তারিখ ঘোষণা করেছি। আশা করছি ফরিদগঞ্জ ও মতলব উত্তরের সম্মেলনের তারিখও দ্রুত ঘোষণা করবো। তাই আপনারা সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম দ্রুত সম্পন্ন করবেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলামও বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদ উল্যা তপাদারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। আলোচনা শেষে অতিথিবৃন্দ সদস্য নবায়ন ও নূতন সদস্য সংগ্রহ উৎসবের উদ্বোধন করেন।

এছাড়া ফরিদগঞ্জের বীর মুক্তিযোদ্ধা হাজী আউয়াল মিয়াজীর বাড়িতে এক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের হাতে সদস্য নবায়ন ফরম তুলে দেন। এ সময় ভাইস চেয়ারম্যান জিএস তছলিমসহ অন্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়