প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার মধুরোড হাজী বাড়ির নিবাসী, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শামীম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ...রাজেউন)।
তিনি গতকাল ১১ নভেম্বর দুপুর সোয়া ১টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৪৪ বছর। তিনি ২ মেয়ে ও ১ ছেলের জনক ছিলেন। ৮ বোন ও ৩ ভাইয়ের মধ্যে মাহবুব আলম শামীম ছিলেন সবার ছোট।
বাদ এশা মধুরোড হাজী বাড়ি বাইতুল আমীন জামে মসজিদ সম্মুখে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম মাহবুব আলম শামীম দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি, ডেইলি সিটিজেন চাঁদপুর প্রতিনিধি ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার আপন ছোট মামা।