প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০
বিশিষ্ট ধর্মানুরাগী স্বর্গীয় হরিশ্চন্দ্র রায় ভক্তিভূষণ প্রতিষ্ঠিত চরবাকিলা সনাতন ধর্ম প্রচারিণী হরিসভা (মহামায়া বাজার সংলগ্ন) মন্দিরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ নভেম্বর শুক্রবার দুপুর ১২টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি মানব উন্নয়ন সংস্থা জীবনদীপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার।
সভায় মন্দিরের কোষাধ্যক্ষ জয়দেব রায় ১৪২৮ সনের আয়-ব্যয়ের হিসেব উত্থাপন করেন এবং উপস্থিত সকলে তা অনুমোদন করেন। বর্তমান কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় সভার দ্বিতীয় অধিবেশনে বর্তমান সভাপতি বিনয় ভূষণ মজুমদার তার দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরে কমিটি গঠনকল্পে চাঁদপুর সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদারকে দায়িত্ব প্রদান করা হলে তার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিক্রমে সভাপতি পদে অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক পদে রনজিত রায় চৌধুরী আগামী ৩ বছরের জন্য পুনরায় নির্বাচিত হন।
সভায় সভাপতি পদে পুনঃনির্বাচিত অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার তার অনুভূতি প্রকাশ করে বলেন, পুনরায় আমাকে সভাপতি নির্বাচিত করে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমার দায়িত্ব পালনকালে আমি আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি বলে আমাদের এ মন্দিরের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিভেদ, বিভাজন নয়, মানসিক শান্তির জন্য আমরা ধর্ম পালন করি। ধর্মে ধর্মে বিভেদ না থাকলেও আমাদের অন্তরের বিভেদের জন্য আমরা অনেকেই অসুখী জীবনভোগ করছি। শান্তি পেতে হলে আমাদের সকলকে নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করতে হবে। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন অটুট রাখতে হবে, দায়িত্বপালনে নিঃস্বার্থ হতে হবে। অনেক ধর্মীয় প্রতিষ্ঠান আছে যেখানে কমিটি থাকলেও কমিটির কোনো সভা সমাবেশের প্রয়োজন হয় না। সভাপতি, সাধারণ সম্পাদকের ইচ্ছাই সকলের ইচ্ছায় পরিণত হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে চরবাকিলা সনাতন ধর্ম প্রচারিণী হরিসভা মন্দিরে যেন এই স্বেচ্ছাচারিতার সৃষ্টি না হয়। আপনারা কমিটি পরিচালনার ক্ষেত্রে নতুন নেতৃত্ব সৃষ্টি করবেন। উন্নত মানসিকতা থাকলে সভাপতি, সেক্রেটারি না হয়েও উন্নয়ন কাজ করা সম্ভব হয়। তিনি মন্দিরের আরো ব্যাপক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক রনজিত রায় চৌধুরী। নবনির্বাচিত কোষাধ্যক্ষ জয়দেব রায়ের পরিচালনায় মন্দিরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি জয়রাম রায়, সদস্য অভিজিৎ রায়, দীপক রায়, নুপুর রায়, প্রণয় রায়, উত্তম রায় প্রমুখ।
সভায় মন্দির উন্নয়নের লক্ষ্যে অভিজিৎ রায়কে আহ্বায়ক ও জয়রাম রায়কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মন্দির উন্নয়ন কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে মন্দিরের সহ-সভাপতি স্বপন চন্দ্র চক্রবর্তী, হিমাংশু সাহা, প্রিয় বালা সাহাসহ জানা-অজানা যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।