শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০

দুই দফা দাবিতে চাঁদপুর মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের মানববন্ধন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

দুই দফা দাবিতে চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির (আইএমটি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় প্রতিষ্ঠানটির শতাধিক প্রশিক্ষণার্থী।

তাদের দাবি হচ্ছে : প্রথমত ২০১০ সাল থেকে আইএমটি থেকে পাস করা ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনাশর্তে ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রদান। দ্বিতীয়ত মার্চেন্ট শিপে ১২ মাস সি সার্ভিস সম্পন্ন করার পর ঈঙঈ ঈষধংং-৩ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান। মানববন্ধনে এ দুটি দাবি তুলে বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

প্রশিক্ষণার্থীরা জানান, গত ২০১০ সাল থেকে দেশের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজির প্রশিক্ষণার্থীদের সিডিসি প্রদান করছে না নৌপরিবহণ অধিদপ্তর। গত ৯ জুন ঘঝউঅ তে সিডিসি প্রদানবিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের আইএমটিসের শিক্ষার্থীদের অভিযোগ, সেই সভার সিদ্ধান্ত এসব প্রশিক্ষণার্থীর স্বার্থের বাইরে অবস্থান করে এবং তাদের শিক্ষার অবমূল্যায়ন করা হয়েছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন এসব ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা এ অধিদপ্তর থেকে সিডিসি প্রাপ্তির বিষয়ে সঠিক কোনো সংবাদ ও সহায়তা পাচ্ছে না বলে তাদের অভিযোগ।

প্রশিক্ষাণার্থীরা সতর্কবার্তা দেন, দ্রুততম সময়ের মধ্যে সিডিসি প্রদান কার্যক্রম শুরু করা না হলে শিক্ষার্থীরা আরও বড় কর্মসূচি হাতে নেবে। এ সমস্যা সমাধানে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়