প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের আলোচিত সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তারের স্বামী নূরে আলমকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। ১১ নভেম্বর শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করেন হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রেজাউল করিম।
পুলিশ জানায়, উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের বাসিন্দা, হাজীগঞ্জ বাজারের দর্জি ও পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তারের স্বামী নূরে আলমের বিরুদ্ধে চেক জালিয়াতির একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
ওই মামলার আসামী হিসাবে তাকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ। ফরহাজুল ইসলাম নামের এক এনজিও কর্মকর্তা বাদী হয়ে নূরে আলমের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির একটি মামলা দায়ের করেন। মামলা নং- সিআর- ৪৪৬/২২।
এ বিষয়ে নূরে আলম জানান, ব্র্যাক বাজার নামক একটি এনজিও থেকে তিনি ঋণ গ্রহণ করেন। ওই ঋণ মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। যার ফলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, গ্রেফতারি পরোয়ানামূলে নূরে আলমসহ ক’জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি এই নারী কাউন্সিলর এক পুরুষ কাউন্সিলর ও পৌর মেয়রকে উদ্দেশ্য করে নিজ ফেসবুক পেইজে বিভিন্ন কুৎসা রটনা রটিয়ে আলোচনায় আসেন। সেই ঘটনায় পৌর কাউন্সিলর মিনু আক্তারের নামে আদালতে মামলা ও থানায় সাধারণ ডায়েরি করেন, যা তদন্তাধীন রয়েছে। একই বিষয় নিয়ে উভয় পক্ষ সংবাদ সম্মেলন করেছে।