শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ০০:০০

পালবাজার ব্যবসায়ীদের সাথে পৌর মেয়রের মতবিনিময়
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের প্রধান কাঁচাবাজার পালবাজারের ব্যবসায়ীদের সাথে তাদের বিভিন্ন সমস্যা ও কমিটি গঠন নিয়ে মতবিনিময় সভা করেছেন পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর পাঠাগারে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

পালবাজার ব্যবসায়ীবৃন্দ পৌর মেয়র, প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলরদের নিয়ে এ সভার আয়োজন করে। সভায় তারা তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। পালবাজার ব্যবসায়ীরা বলেন, ঐতিহ্যবাহী এই বাজারটি চাঁদপুর পৌরসভা দ্বারা নিয়ন্ত্রিত। মেয়র সাহেব আমাদের অভিভাবক। ব্যবসায়ীরা এ বাজার পরিচালনার জন্যে একটি কমিটি অথবা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার উদ্যোগ নিতে এবং বাজারের বিরাজমান সমস্যাগুলো সমাধানে মেয়রের কাছে দাবি জানান।

বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, সোহেল রানা, পৌর প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার ও পৌর বাজার পরিদর্শক মোঃ শাহজাহান মাঝি।

ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন অ্যাডঃ দেবাশীষ কর মধু, হারুনুর রশিদ পাটওয়ারী, মিজান হাওলাদার, সফরুদ্দিন মাস্টার, জাকির হোসেন, ফারুক মৃধা, সঞ্জিব পোদ্দার প্রমুখ।

সভাপ্রধানের বক্তব্যে মেয়র বলেন, শহরের প্রধান এই বাজারের ঐতিহ্য ধরে রাখতে হবে। নিয়ম কানুন মেনে এবং শৃঙ্খলার সাথে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করবেন। পৌর পরিষদ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাবে। রাস্তার উপর কোনো বাজার বসবে না। বাজারে আগত ক্রেতা সাধারণ এবং পথচারীদের যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেই দিকটি খেয়াল রাখতে হবে। আপনারা বাজার পরিচালনার জন্যে একটি কমিটি গঠনের বিষয়ে বলেছেন। আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ব্যবসার ধরন এবং কী নিয়মে কাদেরকে ভোটার করবেন সেই কাজটি করেন।

তিনি বলেন, নিজস্ব আয় থেকে গত দুই বছর পৌরসভা প্রায় ১২ কোটি টাকার উন্নয়ন কাজ করেছে। পৌরবাসীর সহযোগিতায় বকেয়া পরিশোধ করে আপনাদের পৌরসভা একটা পর্যায়ে এসেছে। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে শুধু পালবাজারেরই নয়, নাগরিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়