শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ০০:০০

শিক্ষাবিদ দেলোয়ার হোসেন চৌধুরীর আগামীকাল ৩৩তম মৃত্যুবার্ষিকী
স্টাফ রিপোর্টার ॥

সাবেক মহকুমা শিক্ষা অফিসার মরহুম দেলোয়ার হোসেন চৌধুরীর আগামীকাল ১২ নভেম্বর শনিবার ৩৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৯ সালের এই দিনে নাজিরপাড়াস্থ নিজ বাসভবনে (জাহানারা কটেজে) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১১ নভেম্বর শুক্রবার বাদ আসর নাজিরপাড়াস্থ চাঁদপুর সরকারি কলেজ মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়ানুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মুসলমানকে শরীক হওয়ার জন্যে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী অবসরপ্রাপ্ত মহকুমা শিক্ষা অফিসার ও ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তিনি দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী এবং দৈনিক দিনকালের চাঁদপুর জেলা প্রতিনিধি মুনির চৌধুরীর পিতা। এছাড়াও তাঁর তিন ছেলে ঢাকা অবস্থান করছেন। তাঁরা হলেন সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবিএম শাহিদ হোসেন চৌধুরী, চ্যানেল আইয়ের সাবেক এক্সিকিউটিভ ম্যানেজার এএফএম আকবর হোসেন চৌধুরী, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারী ও বিভাগীয় প্রধান ডাঃ এ.এস.এম. ইকবাল হোসেন চৌধুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়