শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ০০:০০

বাবুল চৌধুরীর ইন্তেকাল ॥ আজ দাফন
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে...রাজিউন)। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর বেলা ১২টা ২৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ ১১ নভেম্বর সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সামছুল হক চৌধুরী বাবুল পাঁচবার নির্বাচিত হয়ে মোহনপুর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমণ্ডএর চাচাতো ভাই।

সামছুল হক চৌধুরী বাবুল ছিলেন একজন শিক্ষানুরাগী। তিনি দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন। তিনি মাথাভাংগা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করেন।

সামছুল হক চৌধুরী বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এক শোকবার্তায় এমএ কুদ্দুস বলেন, মোহনপুর ইউনিয়ন পরিষদের পাঁচ বারের নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান, জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুলের আত্মার মাগফেরাত কামনা করি। মতলব উত্তর উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এছাড়াও মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

প্রথম জানাজা ও শ্রদ্ধা জ্ঞাপন

মাহবুব আলম লাভলু ॥ ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে আলহাজ্ব শামসুল হক চৌধুরী বাবুল বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর বিকেলে মরহুমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ)-এর সংসদ সদস্য, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অ্যাডঃ মোঃ নুরুল আমিন রুহুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান।

মরহুমের ১ম জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ মোঃ নুরুল আমিন রুহুল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য আহসান উল্ল্যাহ হাসান, মরহুমের ছোটভাই শ্রমিক নেতা নাসির উদ্দীন চৌধুরী, ১১নং ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা আনিস পাটোয়ারীসহ দলীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়