শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জে ভাতায় সরকারের বার্ষিক ব্যয় ২০ কোটি টাকা
কামরুজ্জামান টুটুল ॥

সরকারের সকল পর্যায়ের ভাতা বাবদ হাজীগঞ্জে প্রায় ২০ কোটি টাকা বার্ষিক ব্যয় হচ্ছে। দিন দিন ভাতাভোগীর সংখ্যা বাড়ছে বলে উপজেলা সমাজসেবা সূত্র জানিয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ সকল ভাতা প্রদান করা হচ্ছে।

গত ২০২১-২২ অর্থ বছরে ৩০ হাজার ৬৪ জন সুবিধাভোগী সরকারের ২০ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা ভোগ করেছেন। যা এর আগের অর্থবছরের চেয়ে ৯৫ লাখ ৮৩ হাজার টাকা বেশি।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, গত অর্থবছরে প্রদানকৃত টাকার মধ্যে বয়স্কভাতা ১৬ হাজার ৫শ’ ৮৮ জন, বিধবা ভাতা ৮ হাজার ৯৬ জন, প্রতিবন্ধী ভাতা ৪ হাজার ৮শ’ ৯৬ জন, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা ৭৪ জন, বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা ১শ’ ৮৩ জন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ভাতা ১শ’ ২৮ জন, অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ভাতা ৭০ জন ও বেদে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ভাতা ২৯ জন গ্রহণ করেছেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে আরো জানা যায়, হাজীগঞ্জে বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি খাতে ৩০ হাজার ৬৪ জন সুবিধাভোগীর জন্যে সরকারের বার্ষিক ব্যয় হয়ে থাকে ২০ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫শ’ ৮৮ জনের বয়স্ক ভাতা বাবদ ৯ কোটি ৯৫ লাখ ২৮ হাজার টাকা, ৮ হাজার ৯৬ জনের বিধবা ভাতা বাবদ ৪ কোটি ৮৫ লাখ ৭৬ হাজার টাকা, ৪ হাজার ৮শ’ ৯৬ জনের অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বাবদ ৪ কোটি ৪০ লাখ ৬৪ হাজার টাকা, ৭৪ জনের অনগ্রসর ভাতা বাবদ ৪ লাখ ৪৪ হাজার টাকা, ১শ’ ৮৩ জনের বেদে ভাতা বাবদ ১০ লাখ ৯৮ হাজার টাকা, ১শ’ ২৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তি বাবদ ১২ লাখ ৯৯ হাজার টাকা, ৭০ জন অনগ্রসর শিক্ষার্থীর উপবৃত্তি বাবদ ৬ লাখ ৪২ হাজার টাকা, ২৯ জন বেদে শিক্ষার্থীর উপবৃত্তি বাবদ ২ লাখ ৭৮ হাজার ৪০০ টাকাসহ মোট ২০ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

এছাড়াও রোগী কল্যাণ সমিতির মাধ্যমে অসচ্ছল রোগীদের জন্যে ১ লাখ, জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক উপজেলা সমাজকল্যাণ কমিটিতে অনুদান ৫০ হাজার টাকা, বেসরকারি এতিমখানা ক্যাপিটেশন গ্র্যান্ট বাবদ ৪৩ লাখ ৪৪ হাজার টাকা, ক্যান্সার, কিডনী, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের এককালীন ৫০ হাজার টাকা করে মোট ৩৫ লাখ টাকা অনুদান সরকারের ব্যয় হয়ে থাকে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন চাঁদপুর কণ্ঠকে জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরাধীন হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার গত অর্থবছরে ৩০ হাজার ৬৪ জন সুবিধাভোগীর মাঝে ২০ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা বিতরণ করেছে। প্রতি অর্থবছরেই সরকার সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করছে। ২০১৮-১৯ অর্থবছরে হাজীগঞ্জে বিভিন্ন ভাতা ও উপবৃত্তি বাবদ ৯ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে তা বেড়ে ১২ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা, ২০২০-২১ অর্থ বছরে ১৯ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ২০ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়