শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন : নেতা-কর্মীরা উজ্জীবিত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর জেলাসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় দলের নেতা-কর্মীরা দারুণ উজ্জীবিত। তৃণমূলের নেতা-কর্মীরা দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যে কোনো মূল্যে ঘোষিত তারিখেই যেনো ইউনিটগুলোর সম্মেলন হয়ে যায় এমনটাই তৃণমূলের নেতা-কর্মীদের দাবি। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে, দল চাঙ্গা হবে-এটাই তৃণমূলের নেতা-কর্মীরা প্রত্যাশা করেন। তবে তারা দলের বিভিন্ন ইউনিটের বর্তমান নেতৃত্বকে ব্যর্থ বলছেন না বা বর্তমান নেতৃত্বের প্রতি যে তাদের অনাস্থা সেটাও নয়। তারা বলছেন, যে কোনো পর্যায়ের কমিটির মেয়াদ পূর্ণ হলেই সম্মেলন করা উচিত। এর দ্বারা নেতৃত্বের প্রতিযোগিতা সৃষ্টি হয়, নেতৃত্বের বিকাশ ঘটে। আর সময় মতো সম্মেলন না হলে অনেক ত্যাগী ও প্রতিভাবান নেতারা হারিয়ে যান। এতে করে তাঁদের নেতৃত্ব থেকে দল এবং দেশ বঞ্চিত হয়।

গত মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সভায় চাঁদপুর জেলাসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন-তারিখ নির্ধারণ হয়। সে সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সভার সঞ্চালক এবং মূল দায়িত্বে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সভাটিও হয় হুইপের কার্যালয়ে। সভায় চাঁদপুর জেলাসহ বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে সম্মেলনের দিন-তারিখ নির্ধারণ হয়।

সিদ্ধান্ত অনুযায়ী সম্মেলনের তারিখ হচ্ছে-১০ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। এর আগে ২২ নভেম্বর হাজীগঞ্জ পৌর, ২৬ নভেম্বর হাজীগঞ্জ উপজেলা, ২৭ নভেম্বর শাহরাস্তি উপজেলা, ৫ ডিসেম্বর হাইমচর উপজেলা, ৬ ডিসেম্বর চাঁদপুর সদর ও পৌর এবং ৮ ডিসেম্বর কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পরে নির্ধারণ হবে বলে সভায় জানানো হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের একাধিক নেতা সম্মেলনের এসব তারিখের বিষয় নিশ্চিত করেছেন।

এদিকে জেলাসহ বিভিন্ন ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় দলের নেতা-কর্মীরা দারুণভাবে উজ্জীবিত। আওয়ামী লীগের তৃণমূল পর্যায় এখন চাঙ্গা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন হওয়াটা খুবই জরুরি মনে করছেন তারা। বিশেষ করে জেলা আওয়ামী লীগের নেতাদের নিজেদের মধ্যে রয়েছে দ্বিধা-বিভক্তি। একইভাবে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে রয়েছে জেলা আওয়ামী লীগের শীর্ষ বেশ কিছু নেতার চরম বিরোধ। জেলার পাঁচটি আসনের এমপিদের সাথেও রয়েছে জেলার শীর্ষ নেতৃবৃন্দের দূরত্ব এবং বিরোধ। এসব বিরোধকে জিইয়ে রেখে নির্বাচনী বৈতরণী পার হওয়াটা কঠিন হবে বলে মনে করেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাই নতুন নেতৃত্বের মাধ্যমে দল চাঙ্গা হবে এবং নির্বাচনী চ্যালেঞ্জও তারা খুব ভালোভাবে নিতে পারবেন। আর নতুন নেতৃত্বের ফলে বর্তমানরা বিদায় নেবেন মানে এই নয় যে তাঁরা ব্যর্থ। বরং তাঁরা যোগ্য নেতৃত্বের মাধ্যমে যোগ্য নেতা সৃষ্টি করেছেন বলেই তাঁরা নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব দিয়ে তাঁরা বিদায় নিবেন। নেতৃত্ব পরিবর্তনকে এভাবেই দেখছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়