প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭
সারিনা আলম কনস্ট্রাকশনের বার্ষিক বনভোজন
ঢাকার প্রখ্যাত সারিনা আলম কনস্ট্রাকশন বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার কেরানিগঞ্জে সারিনা সারিতা ফার্ম হাউজের নিউ ভিশন ইউকো সিটিতে শুক্রবার (৩ জানুয়ারি) এই বনভোজনে ফার্মের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশ নেয়। দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠান, পুরস্কার ও ফ্ল্যাট বিতরণ অনুষ্ঠিত হয়। সারিনা আলম কনস্ট্রাকশন-এর চেয়ারম্যান এন্ড সিইও সামছুল আলম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিনা আলম কনস্ট্রাকশন-এর প্রজেক্ট ডাইরেক্টর সুলতানা আহমেদ পাটোয়ারী, কমান্ডার (অব.) বিএন নেসার আহমেদ জুলিয়াসসহ কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবৃন্দ।