প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৭
পাটওয়ারী যুব ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ (দঃ) ইউনিয়নের সৈয়দপুর গ্রামের অসহায়-দুঃস্থ- গরিব জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পাটওয়ারী যুব ফাউন্ডেশন। গত বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) দুপুরে সৈয়দপুর পাটওয়ারী বাড়িতে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সামনে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডা. মো. মোজাম্মেল হক পাটওয়ারী,
|আরো খবর
সহ-উপদেষ্টা মো. তফাজ্জল হোসেন পাটওয়ারী, উপদেষ্টা সদস্য মো. আবদুল কাদির পাটওয়ারী, ডা. মমিনুল হক পাটওয়ারী, ডা. তাজুল ইসলাম পাটওয়ারী, মো. মোফাজ্জল হোসেন পাটওয়ারী, ডা. এনামুল হক পাটওয়ারী, মো. আনোয়ার হোসেন পাটওয়ারী, মো. আকতার হোসেন পাটওয়ারী, মো. আবুল বাশার পাটওয়ারী, মো. মুকবুল হোসেন পাটওয়ারী, মো. ইসমাঈল পাটওয়ারী, অর্থ উপদেষ্টা মো. মামুন পাটওয়ারী ও সাধারণ সদস্য মো. বিল্লাল পাটওয়ারী। অনলাইন প্লাটফর্মের মাধ্যমে অংশ নেন সহযোগী অধ্যাপক ডা. একরামুল হক পাটওয়ারী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সভাপতি ডা. মাজহারুল হক পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি ডা. আবদুল্লাহ আল শরীফ, সহ-সভাপতি ডাঃ মাহবুবুল হক পাটওয়ারী, সাধারণ সম্পাদক ডা. আজিজুল হক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ড. নাজমুল হাসান পাটওয়ারী, অর্থ সম্পাদক ডা. আশরাফুল হক পাটওয়ারী, তথ্য/প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ডা. এহসানুল হক পাটওয়ারী, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাফিনুল হক পাটওয়ারী, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. কাউসার পাটওয়ারী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. ইউসুফ পাটওয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবরার হক পাটওয়ারী, উন্নয়ন পর্যবেক্ষক বিষয়ক সম্পাদক মো. সোহান পাটওয়ারীসহ আরো অনেকে।শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুরুতে ফাউন্ডেশনের ২য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডা. আবদুল্লাহ আল শরীফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-উপদেষ্টা মো. তাফাজ্জল হোসেন পাটওয়ারী। সভায় ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শেষে ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সভাপতি বলেন, আমাদের ফাউন্ডেশনের এ রকম সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতে আরো ব্যাপকভাবে চলমান থাকবে।