শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৮:০৫

এসএসসি ৯৫ ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ

আব্দুল মান্নার সিদ্দিকী, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ

“দুস্থদের সেবাই আমাদের লক্ষ্য” স্লোগানকে ধারণ করে মুন্সিগঞ্জে এসএসসি ৯৫ ব্যাচের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় শহরের দর্পনা সিনেমা হলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ বদ্দিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ হালিম হোসেন।

এসএসসি ৯৫ ব্যাচের সদস্য এস এম শামীমের সভাপতিত্বে ও হুমায়ুনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০০ নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে এসএসসি ৯৫ ব্যাচের সকল সদস্য সক্রিয় ভূমিকা পালন করেন। তারা জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন আয়োজকরা।

উপস্থিত অতিথিরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং দুস্থদের সেবায় এ ধরনের উদ্যোগ গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়