প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০১:৩৫
নতুন বছরের আনন্দ: মুন্সীগঞ্জে নতুন জীবন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে এক ফুটফুটে শিশু ভূমিষ্ঠ হয়ে নতুন বছরের সূচনা করেছে। উপজেলার বালিগাঁও ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৩১ ডিসেম্বর দিবাগত রাত ২টায় জন্ম নেয় শিশুটি।
|আরো খবর
শিশুটির মা নাসিমা আক্তার (৩২) বালিগাঁও ইউনিয়নের গোয়ারা গ্রামের বাসিন্দা মো. জসিমের স্ত্রী। নবজাতকের বাবা মো. জসিম জানান, নতুন বছরের প্রথম প্রহরে তার সন্তানের জন্ম হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, “সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার স্ত্রী ও সন্তানকে সুস্থ রাখেন।”
ডা. তানভীর হাসান রতন জানান, “রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে নাসিমা আক্তারকে ক্লিনিকে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, শিশুটির হার্টবিট খুবই কম ছিল। তাই দ্রুততার সঙ্গে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে মাকে ও শিশুকে সুস্থ রাখতে সক্ষম হই। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় শিশুটিকে নিরাপদে ভূমিষ্ঠ করানো সম্ভব হয়। বছরের প্রথম দিন এমন একটি মুহূর্ত আমাদের জন্যও অত্যন্ত আনন্দের।”
শিশুটির নাম এখনো রাখা হয়নি। তবে নতুন বছরে এমন একটি আশীর্বাদ পাওয়ায় পুরো পরিবার এবং ক্লিনিকের কর্মীরা আনন্দিত। মায়ের এবং সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।