শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৮:২৮

আমরা চাঁদপুরকে সন্ত্রাসমুক্ত করতে চাই

তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

অনলাইন ডেস্ক
তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ এর শুভ সূচনা করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। এ সময় পুলিশ সুপার সহ অন্য কর্মকর্তাগণ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি, ২০২৫ ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন চাঁদপুর-এর আয়োজনে এই বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। নতুন বছরের প্রথম দিন শীতের কুয়াশাচ্ছন্ন সকালে চাঁদপুর স্টেডিয়ামে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায় পায়রা ও বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫-এর শুভ সূচনা হয়। তারুণ্যের এই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় তিনি বলেন, এ উৎসব তরুণ ও ছাত্র-জনতার। আমরা চাই আমাদের শহরে কোনো কিশোর গ্যাং থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোন সন্ত্রাসী থাকবে না। কোথাও কোনো অপরিষ্কার থাকবে না। আমরা চাঁদপুরকে সন্ত্রাসমুক্ত করতে চাই। নতুন বছরের প্রথম দিনে এই হোক আমাদের অঙ্গিকার। আমাদের প্রতিজ্ঞা হোক, এই দেশকে আমরা নতুন করে গড়বো। অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম. বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবার অংশগ্রহণে চাঁদপুর স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়