প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৫
খেলাফত মজলিস মনোনীত প্রার্থী তোফায়েল আহমদের মনোনয়নপত্র দাখিল

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী তোফায়েল আহমদ (দেয়ালঘড়ি প্রতীক) জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সোমবার তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় তাঁর সঙ্গে খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইয়াসিন, সহ-সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, মাওলানা কবির আহমদ, শহর শাখার সভাপতি মাওলানা সুলতান আহমেদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, আবু বকর খান, মাওলানা নুরুল আমিন, আনিছুর রহমান, সাব্বির আহমেদ, হেলাল উদ্দিনসহ সহযোগী সংগঠনের দায়িত্বশীল এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তোফায়েল আহমদ বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও দোয়ায় এই লক্ষ্য বাস্তবায়নে আমরা এগিয়ে যেতে চাই।
খেলাফত মজলিস নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে চাঁদপুর-৩ আসনের সচেতন জনগণ ইনসাফ, ন্যায় ও জনকল্যাণের পক্ষে তাদের মূল্যবান ভোট প্রদান করবেন।







