প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৩২
নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা চলবে
------সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নির্বাচনকে ভণ্ডুল করার জন্যে অপচেষ্টা চলবে এবং চলছে। বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনকে অত্যন্ত কঠোর হতে হবে এবং আমাদের সকলকে এ ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। কারণ ইতোমধ্যে হাদিকে হত্যার মধ্য দিয়ে বোঝানো হয়েছে তারা যে ঘরে বসে নেই। বিষয়টি প্রশাসন, সরকার ও নির্বাচন কমিশনকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে গণমাধ্যমও সজাগ ও সতর্ক থাকতে হবে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিজের মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সকলেই যোগ্য প্রার্থী। কাউকে ছোট করে দেখার কিছু নেই। আমি মনে করি, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে।
তিনি আরো বলেন, যখন আমি সরকারে দায়িত্ব পালন করেছি, তখন চাঁদপুরের বিভিন্ন উন্নয়নে কাজ করেছি। দায়িত্ব পেলে আগামীতেও কর্মমুখী শিক্ষার উন্নয়নে কাজ করবো। কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে জাতিকে সারাবিশ্বে তুলে ধরতে হবে। তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।
এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন্নাহার বেবী, কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।







