প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩৩
চাঁদপুর-৩ আসনে উদীয়মান সূর্য মার্কায় মনোনয়নপত্র জমা দিলেন অ্যাড. সেলিম আকবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে গণফোরাম মনোনীত উদীয়মান সূর্যের প্রার্থী অ্যাড. সেলিম আকবর মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিল শেষে অ্যাড. সেলিম আকবর বলেন, চাঁদপুর-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার, ন্যায়বিচার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এ অবস্থা থেকে মুক্তির লক্ষ্যেই আমি গণফোরামের প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছি। আমি বিশ্বাস করি, জনগণের শক্তির কাছে কোনো অন্যায় টিকতে পারে না।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সংসদে গিয়ে আমি মানুষের কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো এবং দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নদীভাঙ্গনসহ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবো। মনোনয়ন দাখিলের সময় জেলা গণফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুনীর চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক হাজী আশ্রাফ বাবু, থানা গণফোরাম সভাপতি মির্জা রুহুল আমিন, জেলা গণফোরামের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, শহর গণফোরাম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন, জেলা যুব গণফোরামের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মিন্টুসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।








