সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২১:১৯

তীব্র শীতে ভিড় বাড়ছে ফুটপাতের দোকানে

প্রবীর চক্রবর্তী।।
তীব্র শীতে ভিড় বাড়ছে ফুটপাতের দোকানে

শৈত্য প্রবাহের কারণে হঠাৎ করে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফরিদগঞ্জ উপজেলায় অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ বেড়েছে। ফলে বেড়েছে ফুটপাতের দোকানগুলোতে শীতার্ত মানুষের ভিড়। কম দামে গরম পোশাকের খোঁজে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন ফুটপাতের এসব দোকানে। এই দৃশ্য শুধু ফরিদগঞ্জের নয়, পুরো জেলা জুড়ে রয়েছে। বিশেষ করে ছিন্নমূল মানুষগুলো শীত নিবারণ করতে ছুটছে এসব দোকানে। অন্যদিকে হঠাৎ শীত বেড়ে যাওয়ায় ক্রেতা বেড়েছে শহরের বিপণী বিতানগুলোতেও।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) ফরিদগঞ্জ শহরের বিভিন্ন ফুটপাত ঘুরে দেখা যায়, জ্যাকেট, সোয়েটার, হুডি বিক্রির দোকানগুলোতে ক্রেতাদের সমাগম। অনেক দোকানি সকাল থেকে রাত পর্যন্ত দোকান খোলা রেখে ক্রেতাদের চাহিদা পূরণ করছেন।

ফুটপাতের শীতের পোশাক বিক্রেতা আনোয়ার হোসেন, আলমগীর হোসেন ও মনু মিয়া বলেন, হঠাৎ শীত বেড়ে যাওয়ায় বিক্রি ভালো হচ্ছে। আমাদের দোকানে ২০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে জ্যাকেট ও সোয়েটার পাওয়া যাচ্ছে। নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষজন ফুটপাত থেকেই বেশি কিনছেন। মানুষের দুর্ভোগের কথা ভেবে নামমাত্র মূল্যে শীতের পোশাক বিক্রি করছি।

পৌর এলাকার বাসিন্দা রবিউল হক বলেন, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। ঘরে শিশু ও বয়স্ক মানুষ আছেন, তাই সকাল সকাল গরম পোশাক কিনতে বের হয়েছি। ফুটপাতে দাম তুলনামূলক কম, মানও খারাপ নয়।

দিনমজুর নওশেদ উদ্দিন বলেন, আমি দিনভর কাজ করি, শীতের কারণে গত ৩/৪দিন কাজ করতে কষ্ট হচ্ছে। তাই শীত নিবারণে কম দামে শীতের কাপড় কিনতে ফুটপাতের দোকানে এসেছি।

ফরিদগঞ্জে গত কয়েকদিনে তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে। হঠাৎ শীত বাড়ায় ফুটপাতের দোকানগুলোতে ক্রেতার চাপ বেড়েছে, পাশাপাশি কিছু কিছু পোশাকের দামও বেড়েছে বলে ক্রেতাদের অভিযোগ। সামনে শীত আরও বাড়লে ফুটপাতের বাজারে কেনাবেচা আরও বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এতে স্বল্প আয়ের মানুষ প্রয়োজনীয় শীতবস্ত্র কম দামে পেলেও দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়টি নজরদারির দাবি জানিয়েছেন অনেকেই।

এদিকে সরকারিভাবে ইতঃপূর্বে ছিন্নমূল মানুষদের শীতের কম্বল বিতরণ করা হলেও গত কয়েকদিনে শীতের প্রকোপ বাড়লেও সরকারিভাবে কম্বল বিতরণের কোনো তথ্য নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়