শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯

আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

নৈতিক মূল্যবোধের সাথে দেশপ্রেমও থাকতে হবে : মো. আক্তার হোসেন মাঝি

অনলাইন ডেস্ক
নৈতিক মূল্যবোধের সাথে দেশপ্রেমও থাকতে হবে : মো. আক্তার হোসেন মাঝি
আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, চাঁদপুর শহর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি।

চাঁদপুর পৌরসভার জিটি রোড উত্তর বিষ্ণুদীতে আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি ২০২৫) সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, চাঁদপুর শহর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি। তিনি তাঁর বক্তব্যে বলেন, সুশিক্ষা জাতির জন্যে বড়োই প্রয়োজন। তাতে নৈতিক মূল্যবোধের সাথে দেশপ্রেমও থাকতে হবে। একজন শিক্ষার্থীর দেশপ্রেম থাকলে তার দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হয় না। তিনি আরো বলেন, আমি বিষ্ণুদী গ্রামের সন্তান হিসেবে উপলব্ধি করেছি, মানুষের কল্যাণে কাজ করলে ভালোবাসা পাওয়া যায়। আমাদের গ্রামটি চাঁদপুর পৌরসভায় পড়ার কারণে কয়েকটি ওয়ার্ড হয়েছে । আজ আমাদের গ্রামে শিক্ষার্থীর হার বেড়েছে, তবে ভালো মানুষের সংখ্যা বাড়েনি। সে জন্যে বলবো, শুধু গতানুগতিক পড়ালেখা করলেই চলবে না, ভালো মানুষও হতে হবে। মাদ্রাসার পরিচালক মাও. মো. আবদুর রহমান গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ খান, তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুস শাহাদাত, বাইতুত তাকওয়া জামে মসজিদের সভাপতি মো. আলী আকবর খান লিমন প্রমুখ। মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও. মো. আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র মো. ফাহাদ হোসেন ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করেন মো. তাহসিন হোসেন রিজভী। উপস্থিত ছিলেন মো. সোলায়মান পাটওয়ারীসহ অভিভাবক ও ছাত্র-ছাত্রীগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়