শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:২৪

মতলবে এসিডদগ্ধে নিহত মিলির নয় মাসের শিশুকে নিয়ে থানার ওসির আবেগঘন স্ট্যাটাস

মাহবুব আলম লাভলু
মতলবে এসিডদগ্ধে নিহত মিলির নয় মাসের শিশুকে নিয়ে থানার ওসির আবেগঘন স্ট্যাটাস

মতলব উত্তরে এসিডদগ্ধ হয়ে নিহত গৃহবধূ মিলির ৯ মাসের শিশুকে কোলে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) বিকেলে মিলির মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে ছুটে যান তিনি। নিহত মিলির ৯ মাসের শিশু আফনানকে ওসি রবিউল হক কোলে নিয়ে আদর সোহাগ করেন এবং পরে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, "মানুষরূপী হিংস্র জন্তুর এসিড সন্ত্রাস দ্বারা দগ্ধ হয়ে নারী মিলি আক্তার দীর্ঘ ১০ মাস মৃত্যু যন্ত্রণার সাথে যুদ্ধ করে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসিডদগ্ধ অবস্থায় ভূমিষ্ঠ হওয়া ফুটফুটে বাচ্চার চেহারা কালের সাক্ষী হয়ে থাকবে। আমি ব্যক্তিগত জীবনে খুব কম কান্না করেছি, তবে আজ চোখের পানি ধরে রাখতে পারলাম না। বাচ্চাটা মানুষের মতো মানুষ হয়ে বেড়ে উঠুক--এই দোয়াই করি।'' ফেসবুকে তাঁর আবেগঘন স্ট্যাটাসটি দেখে তাঁর প্রশংসা করেছেন সর্বমহলের লোকজন। উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার পশ্চিম সুজাতপুরে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রাতে দুর্বৃত্তদের দেয়া এসিড নিক্ষেপে গৃহবধূ অন্তঃসত্ত্বা মিলির শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনার একমাস পর মিলি পুত্র সন্তান প্রসব করে। ১০ মাস পর চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মিলি মারা যান। মতলবে এসিডদগ্ধে নিহত মিলির ৯ মাসের শিশুকে কোলে নিয়ে ওসি মো. রবিউল হকের আবেগঘন মুহূর্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়