প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৭:০০
মতলব উত্তরে ছাত্রদলের শোভাযাত্রা
ঐতিহ্য, তারুণ্য ও অগ্রযাত্রার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনে মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
|আরো খবর
বুধবার (১ জানুয়ারি ২০২৫) সকালে ছেংগারচর বাজারের পোস্ট অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রাটি মতলব উত্তর উপজেলা ছাত্রদল, ছেংগারচর পৌর ছাত্রদল এবং ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্বে বের করা হয়।
শোভাযাত্রায় অংশ নেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন সরকার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, ছেংগারচর কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না, সদস্য সচিব মাজহারুল ইসলাম তুষার।
শোভাযাত্রায় আরো অংশ নেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, আব্দুল মান্নান সাগর, মুরাদ বেপারী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সজিব, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, পৌর কৃষক দলের সভাপতি জাকির দর্জি, যুবদল নেতা টিপু ফরাজি সহ ছেংগারচর পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ