প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮
শ্রীনগরে সীমিত পরিসরে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ
সরকারি নির্দেশনা মেনে মুন্সিগঞ্জের শ্রীনগরে সীমিত পরিসরে এবং অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ১ জানুয়ারি ২০২৫, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বিদ্যালয়গুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
|আরো খবর
বাঘরা স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার আলী জানান, তাদের বিদ্যালয়ে শুধুমাত্র দশম শ্রেণির বই এসেছে। তিনি সেগুলো অল্প সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে বিতরণ করেন।
মধ্য বাঘরা আলহেরা আইডিয়াল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আলী হায়দার বলেন, তাদের মাদ্রাসায় প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে সীমিতসংখ্যক বই বিতরণ করা হয়েছে। যদিও আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি, তবে শিক্ষার্থীদের উপস্থিতিতে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
এছাড়াও উপজেলার প্রায় প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একইভাবে সীমিত পরিসরে বই বিতরণের খবর পাওয়া গেছে।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ঢেউ বইতে দেখা গেছে। শিক্ষকরা আশা প্রকাশ করেছেন যে, শিক্ষার্থীদের এ আনন্দ নতুন বছরে পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।