প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৯
বাবুরহাট সপ্রাবি প্রধান শিক্ষকের বাসায় চুরি
চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪ নং ওয়ার্ডস্থ বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়ের বাসায় চুরির ঘটনা ঘটেছে। পৌর এলাকার শিলন্দিয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে।
|আরো খবর
চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল চোর নিয়ে যায় বলে তপন কুমার রায় জানান।
তিনি বলেন, ব্যক্তিগত কাজে শুক্রবার সকাল থেকে সবাই বাড়িতে ছিলো না। রাত সাড়ে ৪টায় বাসায় কলাপসিকল গেটের তালা খুলে প্রবেশ করে দেখি, ঘরের দরজা খোলা ও মালামাল সব এলোমেলোভাবে পড়ে রয়েছে। পরে দেখি ঘরে থাকা স্টীলের আলমারি, স্টীলের ওয়ার্ডরোবের ড্রয়ার সব ক'টি ভেঙ্গে চোর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। রাতেই আশপাশের প্রতিবেশীকে জানাই। সকলে এসে পরিস্থিতি দেখেন।চাঁদপুর মডেল থানাকে অবহিত করলে মডেল থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ও আলামত দেখে যায় বলে জানান তপন কুমার রায়।