প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০২:১৭
মহতী মিলাদ ও দোয়া মাহফিলে নকলমুক্ত পরীক্ষার দৃঢ় প্রত্যয়
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

চাঁদপুর, ২৪মার্চ ২০২৫: চাঁদপুর জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক মিলাদ ও দো‘য়া মাহফিলের আয়োজন করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ এরশাদ উদ্দিন। সভাপত্বিত করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ মোশারেক হোসেন।
নকলমুক্ত পরীক্ষার অঙ্গীকার
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দেন এবং নকলমুক্ত পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানান।
তিনি বলেন, "আমরা নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেব। পরীক্ষার হল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একই এলাকার শিক্ষকদের অন্য এলাকায় দায়িত্ব দেওয়া হবে, যাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের সুযোগ না থাকে।"
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "তোমরা এই প্রতিষ্ঠানের মেধাবী সন্তান। আমি আশা করি, তোমরা সততার সঙ্গে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করবে। তোমাদের সাফল্যে বিদ্যালয়ের সুনাম আরও বাড়বে।"
বিশেষ দো‘য়া ও মোনাজাত
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক জনাব মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক জনাব মামুনুর রহমান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব মাহবুবুর রহমান, সহকারী কমিশনার জনাব সাজিদ হক, জনাব রহমতুল্লাহ এবং গভর্নিং বডির সদস্য জনাব শাহআলম মজুমদারসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষক মাওলানা হযরত আলী এবং মাওলানা নজরুল ইসলাম দো‘য়া ও মোনাজাত পরিচালনা করেন। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সফল পরীক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আবেগঘন বিদায়
শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ডিসিকে/এমজেডএইচ