প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১৬:২১
ইফতারের পর বাবুরহাটে ভয়াবহ চুরি

চাঁদপুর শহরতলীর বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠের পূর্ব পাশে জেলা বিএনপির সহ- সভাপতি জসিম উদ্দিন খান বাবুল সাহেবের পুরানো বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় হাফেজ খানের টিনশেড বিল্ডিংয়ে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।
ওই বাড়ির কাকন খান জানান, চোর চক্র ওই বিল্ডিংয়ের বিভিন্ন রুমের চারটি তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সকল রুমের আসবাবপত্র তছনছ করে। তিনি আরো জানান, এ সময় চোরের দল আলমিরার তালা ভেঙ্গে নগদ বিশ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নিরাপদে চলে যায়। ঘটনাটি ঘটে ইফতারের পর। কাকন খান জানান, এ সময় ওই ঘরের মালিক হাফেজ খান পাশের মসজিদে নামাজের জন্যে ও তার স্ত্রী এলাকার আত্মীয়ের বাড়িতে দাওয়াতে অংশ নিতে যান। সামান্য সময়ের ফাঁকে চোর চক্র নির্বিঘ্নে চুরি করে চলে যায়। এ ঘটনাটি বাবুরহাট এলাকায় জানাজানি হলে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া বলেন, এ ঘটনায় রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমাদের একজন অফিসার ঘটনাস্থলে গিয়েছে।