প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৫৯
মতলব উত্তরে শহিদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

মতলব উত্তর উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও একি মিত্র চাকমার নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম, মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সাংবাদিক নূর মোহাম্মদ প্রমুখ।
এ সময় শহিদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস ও ঘটনাবলি তুলে ধরেন ইউএনও। নতুন প্রজন্মের মাঝে প্রকৃত ইতিহাস ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।