মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৩১

সভাপতি সুভাষ চন্দ্র রায় : সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক

চাঁদপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
চাঁদপুর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন চাঁদপুর জেলা ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) সকাল ১১টায় চাঁদপুর শহরের ৫নং খেয়াঘাটস্থ নিজস্ব হলরুমে অনুষ্ঠিত এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২৬ সালের জন্যে নতুন কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাবনা এবং সমর্থনের ভিত্তিতে একাধিক প্রার্থী না থাকায় রোটারিয়ান সুভাষ চন্দ্র রায়কে পুনরায় সভাপতি এবং রোটারিয়ান শরীফ মো. আশ্রাফুল হককে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা ইউনিটের সভাপতি সুভাষ চন্দ্র রায়‌। সভা পরিচালনা এবং বিগত বছরের কার্যক্রম, কর্মকাণ্ড, সিদ্ধান্ত এবং অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক।

এরপর উন্মুক্ত আলোচনা পর্বে এসোসিয়েশনকে আরও বেশি শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনা জানিয়ে বক্তব্য রাখেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা ইউনিটের সহ-সভাপতি বিএম আহসান কলিম, আব্দুল ওহাব মিয়া, হযরত আলী, সমিতির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলার আ. রব ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলার গোলাম মাওলা সেলিম, কচুয়া উপজেলার প্রিয়তোষ পোদ্দার, মো. শাহআলম, হাজীগঞ্জ উপজেলার হাজী মো. সেলিম মিয়া, শাহরাস্তি উপজেলার মাওলানা একরামুল হক, মতলব উত্তরের শেখ মো. সেলিম, হাইমচরের মো. মহসিন পাটোয়ারী প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের চাহিদার তুলনায় সারের বরাদ্দ অনেক কম‌। তবে প্রশাসন ও কৃষি বিভাগ আমাদের যথেষ্ট সহযোগিতা করে। আমরা যাতে সহজভাবে সার পেতে পারি সে বিষয়ে এসোসিয়েশনের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার দাবি রাখেন বক্তারা।

সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন চাঁদপুর জেলা ইউনিট একটি স্বনামধন্য সংগঠন। আমরা এই সমিতির সাথে সম্পৃক্ত সবাই একটি পরিবার। নিজেদের ব্যবসা এবং সমিতির কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে আমরা একে অপরকে সহযোগিতা করবো।

তারা আরো বলেন, আপনারা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমরা সততা এবং নিষ্ঠার সাথে পালন করছি। বিগত দিনে আপনারা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, আগামীতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এসোসিয়েশনের নেতৃত্ব দেয়ার লক্ষ্যে আমাদের পুনরায় নির্বাচিত করায় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবশেষে সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক শরীফ মো. আশরাফুল হক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়