প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৫৯
শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা বিএনপির আলোচনা সভায় বক্তারা
বাঙালি জাতিকে মেধাশূন্য করতে আওয়ামী লীগের প্রেতাত্মারা নানা ষড়যন্ত্রে লিপ্ত
লও লও লও সালাম, স্বাধীনতার ঘোষক জিয়া লও সালাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া-জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ’ এই স্লোগানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুনীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. শফিকুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান।
বক্তারা বলেন, এ দেশে রাজাকার, যুদ্ধাপরাধীর বিচার হলে বুদ্ধিজীবীদের হত্যার বিচারও করা হবে। বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও কৌশল আমাদের বাস্তবায়ন করতে হবে। বুদ্ধিজীবীদের চিহ্নিত করে হত্যা করা হলেও এ জাতি মেধাশূন্য হয়নি। বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্যে আওয়ামী লীগের প্রেতাত্মারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদেরকে সেজন্যে সজাগ থাকতে হবে।
সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু।