মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪

নারীর জন্যে অনুকূল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহ্বান

চাঁদপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অন্তভুক্তিমূলক সংলাপ

অনলাইন ডেস্ক
চাঁদপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অন্তভুক্তিমূলক সংলাপ
চাঁদপুরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে রাজনৈতিক ক্ষমতায়নে ইনক্লুসিভ টক (অন্তর্ভুক্তিমূলক সংলাপ) হতে নারীর জন্যে অনুকূল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহবান জানানোর বৈঠকে উপস্থিতির একাংশ।

চাঁদপুরে রাজনৈতিক ক্ষমতায়নে ইনক্লুসিভ টক (অন্তর্ভুক্তিমূলক সংলাপ) হতে নারীর জন্যে অনুকূল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত নারীর রাজনৈতিক ক্ষমতানে সংলাপে জেলা বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ম্যাফ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপর সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, চাঁদপুর সুজনের সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেনসহ অন্যরা। সংলাপ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো : সংগঠন এবং দলে নারীর ক্ষমতায়নের জন্যে পুরুষ সমর্থন প্রচার ও বৃদ্ধি করা। এছাড়া অংশগ্রহণকারীদের রাজনীতিতে নারীর চ্যালেঞ্জ, লিঙ্গ ব্যবধান এবং সামাজিক নিয়ম ও বাধা সম্পর্কে অবহিত করা।অংশগ্রহণকারীদের সংগঠন এবং রাজনীতিতে নারীদের জন্যে একটি নিরাপদ স্থান তৈরি করার বিষয়ে আলোচনা করতে অনুপ্রাণিত করা হবে। অংশগ্রহণকারীদের লিঙ্গ সমতা সংক্রান্ত সমস্যা এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় পুরুষ মিত্রতার গুরুত্ব সম্পর্কে বোঝাপড়া করা হবে। দলীয় আলোচনার বিষয়বস্তু ছিলো : সাম্প্রতিক প্রেক্ষাপটে তরুণ নারীদের চ্যালেঞ্জসমূহ এবং নারীদের জন্যে একটি নিরাপদ পরিবেশ তৈরিতে ছাত্র/যুবদের ভূমিকা; সাম্প্রতিক প্রেক্ষাপটে এলাকায় নারীদের চ্যালেঞ্জসমূহ এবং নারীদের জন্যে একটি নিরাপদ পরিবেশ তৈরিতে সিএসওর ভূমিকা; সাম্প্রতিক প্রেক্ষাপটে রাজনীতিতে নারীদের চ্যালেঞ্জসমূহ এবং নারীদের জন্যে একটি নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক পুরুষ নেতাদের ভূমিকা। এসব বিষয়ের ওপর তাদের প্রণীত অ্যাকশন প্লানের আলোকে নারীর জন্যে অনুকূল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি, নির্বাচনে ও দলীয় কমিটিতে যোগ্য নারীদের মূল্যায়ন করা, নারী কমিটির জন্যে আর্থিক বরাদ্দ রাখা, নারী রাজনীতিবিদদের জন্যে প্রশিক্ষণের আয়োজন করা ইত্যাদি বিষয়ে তাদের সুপারিশ তুলে ধরেন। ইউকেএইড-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস) প্রকল্প এই উদ্যোগের সহায়তা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়