শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ২১:৫০

হাজীগঞ্জে ৯ কিশোর গ্যাং সদস্য আটক

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ৯ কিশোর গ্যাং সদস্য আটক
হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম, যারা কিশোর গ্যাং দমনে কাজ শুরু করেছে। ছবি : চাঁদপুর কণ্ঠ

হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ কিশোর গ্যাং সদস্য আটক হয়েছে। হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে গঠিত বিশেষ টিমটি পৌরসভা এলাকাসহ উপজেলার বিশেষ অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল পর্যন্ত ৯ জনকে আটক করে। পুলিশ জানায়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে কিশোর গ্যাং, চুরি ও মাদকসহ অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার লক্ষ্যে সোমবার হাজীগঞ্জ থানা পুলিশ মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম গঠন করে এবং সোমবার থেকেই গঠিত এই টিম তাদের কার্যক্রম শুরু করে। অভিযানে ইতঃমধ্যে ৯জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে এক জনের সাথে মাদক পাওয়া গেছে। অন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদে অপরাধ কার্যক্রমে জড়িত থাকা বা তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যথায় তাদেরকে অভিভাবকের জিম্মায় দেয়া হবে। এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, হাট-বাজারসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর উঠতি বয়সের ছেলেদের দেখতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। ইতঃমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়