প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১৯:২৬
রাতে হাজীগঞ্জ বাজারে আগুন
হাজীগঞ্জ বাজারে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আগুনে পুড়েছে ৫টি দোকান। রাত আনুমানিক আড়াইটার দিকে শহীদ আলী আজ্জম সড়কের সবুজ সংঘের পাশের মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। রাতেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে হাজীগঞ্জ দমকল বাহিনী। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
|আরো খবর
প্রত্যক্ষদর্শী বিশিষ্ট ফল ব্যবসায়ী মকিমাবাদ সর্দার বাড়ির বাবু সর্দার জানান, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় ফায়ার সার্ভিসের লোকজন ছুটে আসে। আমরা সবাই মিলে আগুন নেভানোতে সহযোগিতা করার কারণে বড়ো ক্ষতি থেকে রক্ষা পেয়েছে অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান।
হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।