মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ২২:১৬

চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিল বাস্তবায়নে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

 

আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর চাঁদপুরে চরমোনাইয়ের নমুনায় তিনদিনব্যাপী মহফিল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মহফিল বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 ১৩ অক্টোবর বেলা ১১টায় মুজাহিদ কমপ্লেক্স ওয়্যারলেস মাদ্রাসায় আয়োজিত  এই মতবিনিময়  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সম্মানিত ছদর আলহাজ্ব সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মাহমুদ ইকবাল ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জোবায়ের আহমেদ।  সভায় মাহফিলের করণীয়  বিভিন্ন দিক তুলে ধরা হয়। মাহফিলকে সুন্দর- সুশৃঙ্খল করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা করেন বিভাগীয় কমিটির  সাধারণ সম্পাদক আল মাহমুদ ইকবাল। এ বছর চরমোনাইয়ের নমুনার মাহফিলের মূল টার্গেট হলো প্রত্যেক ওয়ার্ড থেকে কাফেলাবদ্ধ হয়ে মাঠে অবস্থান করা। এ জন্যে এখন থেকেই কাফেলা তৈরি করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দলমত নির্বিশেষে সকল মুসলমানকে এই মাহফিলে উপস্থিত করানোর বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর ব্যাপারে অনুরোধ জানানো হয়। মাহফিলের প্যান্ডেল, স্টেজ, মেহমানখানা, বাথরুম, স্বেচ্ছাসেবক টিম, নিরাপত্তাসহ প্রত্যেক বিভাগের কার্যক্রমের ওপর আলোচনা পেশ করা হয়। এছাড়া সকল ইন্তেজামের বিষয়ে জেলা মহফিল বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। মহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির  আহ্বায়ক হযরত মাওলানা নুরুল আমিন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা আনসার আহমেদ, আলহাজ্ব শাহজালাল মোল্লা, যুগ্ম সদস্য সচিব মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন খান, মোঃ সাব্বির আহমেদ ওসমানী, স্বেচ্ছাসেবক প্রধান শাহ জামাল গাজী সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন, আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, মুফতি আমির হোসেন বিন নূরী, ডাক্তার মোহাম্মদ মাসুম বিল্লাহ, মুফতি ইমরান হোসাইন, হাফেজ হাবিবুর রহমান, মোঃ ইকবাল হুসাইন, মাওলানা আফসার উদ্দিনসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়