প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২০:২৭
শাহরাস্তি প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ করলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ

শাহরাস্তি প্রিমিয়ার লীগের প্রথম রাউন্ডের খেলায় পুরস্কার বিতরণ করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেলে সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম হারবিঞ্জাস ও নোয়াখালী আশিয়ান স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগের পর খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল।
|আরো খবর
এ খেলায় চট্টগ্রাম হারবিঞ্জাসকে ৫১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে আশিয়ান স্পোর্টিং ক্লাব নোয়াখালী জয়লাভ করে। জমজমাট এই ম্যাচে দর্শকদের
উপচেপড়া ভিড় ও খেলোয়াড়দের নৈপুণ্যে মাঠজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ।
ম্যাচে আশিয়ান স্পোর্টিং ক্লাব নোয়াখালীর পক্ষে ফয়সাল অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে ‘গেম চেইঞ্জার’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অপরদিকে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের জন্যে জসিম ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সদস্য জসিম উদ্দিন, সদস্য হাসান আহমেদ, সদস্য আবু মূসা আল শিহাব ও সদস্য জসিম উদ্দিন।
উল্লেখ্য, খেলায় শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে আশিয়ান স্পোর্টিং ক্লাব নোয়াখালী ৫১ রানের বড়ো জয় নিশ্চিত করে, যা উপস্থিত দর্শক ও ক্রীড়ানুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।








