সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৮:৩১

শাহরাস্তিতে সড়কে প্রাণ ঝরলো এক বৃদ্ধের

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে সড়কে প্রাণ ঝরলো এক বৃদ্ধের

শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ মৃধা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী

সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের বাহরী মালের পুত্র মো. নুরুজ্জামান মাল (৮০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া অনুসারে নিহতের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়