সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৭:০৮

হাজীগঞ্জে লাইভ বেকারীসহ ২ প্রতিষ্ঠানের জরিমানা দেড় লাখ টাকা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে লাইভ বেকারীসহ ২ প্রতিষ্ঠানের জরিমানা দেড় লাখ টাকা

হাজীগঞ্জ বাজারে ইউনিক লাইভ বেকারী ও মিনহাজ ফুডস্ নামের দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে বিএসটিআই জেলা অফিস কুমিল্লা। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

বিএসটিআই কুমিল্লা অফিস সূত্র জানায়, পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, পাউরুটি, কেক পণ্য বিক্রয়, বিতরণের অপরাধে মিনহাজ ফুডস প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং

ইউনিক লাইভ বেকারী প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান

পরিচালনাকালে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের পরিদর্শক প্রকৌশলী মো. আমিনুল ইসলাম শাকিল, পরিদর্শক মো. শামস তাবরেজ (মেট্রোলজি) ও মো. রাজিব ফকির (ফিল্ড অফিসার) সিএম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়