সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ২২:০৫

শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

মো. ফয়সাল আহমদ।।
শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। শাহরাস্তি পৌরসভার নোয়াগাঁও গ্রামে অবৈধভাবে ভেকুর মাধ্যমে কৃষি জমির মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

জনাব হিল্লোল চাকমা জানান, ৪ জানুয়ারি ২০২৬ (রোববার) ভোর রাতে নোয়াগাঁও মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি মাটি বোঝাই ড্রাম ট্রাক আটক করা হয় এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে আটককৃত তিনটি ড্রাম ট্রাক মালিকগণের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়